ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনয় ক্যারিয়ারে তার একাধিকবার বিয়ে সংবাদ প্রকাশ হলেও এবার বাস্তব জীবনে বিয়ে পিঁড়িতে বসেছেন এই অভিনেতা। শুক্রবার (৪ এপ্রিল) নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে হয়েছে। পাত্রী মিডিয়ার কেউ না।
এদিকে তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোবিজ তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন এই নবদম্পতিকে।
এস এইচ/