Homeপ্রবাসের খবরবিয়ে করছেন মেহজাবীন, বর ‘প্রিয় মালতি’ প্রযোজক

বিয়ে করছেন মেহজাবীন, বর ‘প্রিয় মালতি’ প্রযোজক


ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন বড়পর্দায়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর। তবে এবার জানা গেল আসল খবর। বিয়ে করছেন তিনি। মেহজাবীনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব। মেহজাবীনদের একজন পারিবারিক বন্ধু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিয়ে করছেন মেহজাবীন, বর ‘প্রিয় মালতি’ প্রযোজকআদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়ে হলুদ। পরদিন একই ভেন্যুতে বিয়ে। অভিনেত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিয়েটা আরও আগে হওয়ার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে। এর আগে বেশ কয়েকবার মেহজাবীন-আদনান আল রাজীবের প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন রটেছে। সংবাদের শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা। তবে অসমর্থিত আরও একটি সূত্র জানাচ্ছে যে, তাদের বিয়ে আরও আগেই হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা করতে যাচ্ছেন দম্পতি।বিয়ে করছেন মেহজাবীন, বর ‘প্রিয় মালতি’ প্রযোজকসম্প্রতি বড়পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের। ছবি: সংগৃহীত

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের একজন।

বিয়ে করছেন মেহজাবীন, বর ‘প্রিয় মালতি’ প্রযোজকমুক্তির অপেক্ষায় আছে মেহজাবীন চৌধুরীর আরও এক সিনেমা। ছবি: সংগৃহীত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত