Homeপ্রবাসের খবরবিপিএল ফাইনালের দিন তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

বিপিএল ফাইনালের দিন তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি


তামিম ইকবাল কি এবারই শেষবার বিপিএল খেলতে নামছেন? আরও একটি বিপিএলের শেষ প্রান্তে এসে তামিম অবশ্য আজ জানিয়ে দিয়েছেন, পরের আসরেও তার খেলার ইচ্ছা আছে।

শুধু বিপিএলই নয়, আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিমমে খেলতে দেখা যেতে পারে। এ ছাড়া বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা আছে তার।

তবে বাংলাদেশের জার্সিতে তামিমকে আর দেখা যাবে না। সম্প্রতি দেশসেরা এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

তামিমের মতো দেশের কিংবদন্তি একজন ক্রিকেটার মাঠ থেকে বিদায় নেবেন, এমন আশায় ছিলেন সমর্থকরা। সেই আশা পূরণ হচ্ছে না।

তবে দেশের ক্রিকেটে তামিমের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় বিসিবি। আগামীকাল (শুক্রবার) বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হবে, আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট বোর্ড।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত