প্রবাসে নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিশরে জাগো নিউজের প্রতিনিধি প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছার হোসাইন পেয়েছেন ‘দারুল আজহার বাংলাদেশ’ বিশেষ সম্মাননা পুরস্কার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল আজহার বাংলাদেশ’ এর মিফতাহুল মাকামাতের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে আফছার হোসাইনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন মিশরের বিখ্যাত ক্বারী ফাদিলাতুশ শাইখ ইয়াসির ইবনু আব্দুল বাসেত ইবনে আব্দিস সামাদ হাফিজাহুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন কারী সাইয়্যেদ রাশেদ মিশরি হাফিজাহুল্লাহ, শাইখ কারী আব্দুল লতীফ ওয়াহদান হাফিজাহুল্লাহ, শায়েখ ফাউকি জাওয়াদা ফিলিস্তিনি হাফিজাহুল্লাহ, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাংলাদেশর একমাত্র বিচারক ক্বারী শোয়াইব মোহাম্মদ আল-আজহারী ও দারুল আজহার বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাইখ হাবিবুল বাশার আজহারী।
এর আগে মেক্সিকো সরকারের শীর্ষ বেসামরিক সম্মাননা ‘ওহটলি অ্যাওয়ার্ড’, কায়রোস্থ মেক্সিকান দূতাবাসে পরিষেবায় বিশেষ অবদান স্বরূপ রজতজয়ন্তী পুরস্কার, মিশরের আল-আহরাম পুরস্কার, মিশরে বাংলাদেশি চ্যারিটি সংস্থা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন সম্মাননা পুরস্কার ও হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন এ প্রবাসী সাংবাদিক।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম নেওয়া আফছার হোসাইন মেক্সিকো দূতাবাসে চাকরি নিয়ে মিশর যান ১৯৯৫ সালে। তার দুই সন্তানের মধ্যে মেয়ে চিকিৎসক পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় সিনিয়র আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।