সারা বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন। যারা বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের নেই ভোট দেয়ার সুযোগ। এবার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিরা।
রোবাবার (১৫ ডিসেম্বর) কোরিয়া মুসলিম কামিউনিটির উদ্যোগে হোয়সং বায়তুল ফালাহ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বক্তারা এ আহ্বান জানান।
তারা বলেন, ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রাণভোমরা প্রবাসীদের আয়। প্রায় অধিকাংশ প্রবাসীর প্রত্যক্ষ-পরোক্ষ বিনিয়োগ আছে দেশে। যাদের রক্ত-ঘামে একটি জনপদের অর্থনৈতিক সুরক্ষা নীতিনির্ধারণেও তাদের অভিমত থাকাই সঙ্গত। এত বড় সংখ্যক বাংলাদেশিকে ভোটব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে সবার দাবিকৃত অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে সম্ভব? তাই আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
আলোচনা সভায়, সরকারের ইচ্ছা আর দূতাবাসগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন আগত অতিথিরা। একইসঙ্গে প্রবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
কোরিয়া মুসলিম কমিউনিটির সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াসির চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মিরাজ আহমেদ, সাবেক সভাপতি আল আমিন মৃধা, কোরিয়া মুসলিম কমিউনিটির সহকারি সেক্রেটারি শেখ মোহাম্মদ ইকবাল, প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান, অফিস সম্পাদক এম.এ.মাহবুব, মসজিদ বিষয়ক সম্পাদক মুরশেদ আলম, আইটি সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভা শেষে দোয়া মাহফিল পরিচানা করেন হোয়াসং বায়তুল ফালাহ মাসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদুল হাসান।