আগামী ২২-২৩ এপ্রিল কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এ সফরে তার সঙ্গে থাকবেন জাতীয় দলের ৪ নারী খেলোয়াড়।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, চার খেলোয়াড়ের মধ্যে দুজন জাতীয় নারী ক্রিকেট দলের এবং দুজন জাতীয় নারী ফুটবল দলের।
তারা হলেন- ফুটবলার শাহেদা আক্তার রিপা ও আফঈদা খন্দকার এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।
তিনি আরো জানান, বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই চার খেলোয়ার। এ সময় তারা সফরের বিভিন্ন দিক নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।
এম এইচ/