Homeপ্রবাসের খবরপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, বোরকা পরে পালানোর সময় গণপিটুনি

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, বোরকা পরে পালানোর সময় গণপিটুনি


প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রংপুরের মিঠাপুকুরে এ ঘটনা ঘটে। পরে রাতে বোরকা পরে পালানোর সময় ধর্ষক আলম মিয়াকে (৪০) আটক করে গণধোলাইয়ের পর পুলিশ দিয়েছে স্থানীয় লোকজন।

অভিযুক্ত আলম মিয়া উপজেলার চিথলি পশ্চিমপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের হিন্দু পাড়ায় ওই শিশুটির বাড়ি। শিশুটি একটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়ে এবং শারীরিক প্রতিবন্ধী। প্রাইভেট পড়তে প্রতিদিনই বিদ্যালয়ে যেতো। মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আলম মিয়া তাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে মেয়েটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক আলমকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আলমকে গ্রেফতার করা হয়েছে।

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত