Homeপ্রবাসের খবরপাঠ্যবইয়ে র‍্যাপার হান্নান ও সেজান

পাঠ্যবইয়ে র‍্যাপার হান্নান ও সেজান


সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইতে যুক্ত হয়েছে আলোচিত দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নানের নাম। বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র-জনতার আন্দোলনে এ দুজনার গানের ভূমিকা তুলে ধরা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ‘কথা ক’ ও ‘আওয়াজ উডা’ প্রকাশ করে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জের দুই র‍্যাপার সেজান ও হান্নান। গান দুটি আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

পাঠ্যবইয়ে নিজেদের নাম আসায় গর্ববোধ করছেন বলে জানান র‍্যাপার হান্নান। পাঠ্য বইতে নাম আসার অনুভূতি জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। বই থেকে আগে আমরা অনেককে নিয়ে জানতে পারতাম। সেভাবে নতুন প্রজন্ম আমাদের কাজ সম্পর্কে জানবে, এটা আমাদের জন্য গর্বের।’

‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছিল হান্নানকে। ১২ দিন জেল খেটেছেন নারায়ণগঞ্জের এই র‍্যাপার। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ। ওই সময়ে ‘কথা ক’ গানটি প্রকাশের পর আত্মগোপনে চলে যেতে হয়েছিল আরেক র‌্যাপার সেজানকে।

দুজনই নিয়মিত কনসার্ট করছেন। গত বছরের শেষে ‘ইকোস অব রেভ্যুলুশন’ কনসার্টে গেয়েছেন তারা। দুজনই নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন। সিনেমাতেও গেয়েছেন সেজান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত