Homeপ্রবাসের খবরপরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!


সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি।

ঈদে পরীমনি একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে, হাতে ক্যানুলা লাগানো। তবে কি অসুস্থ পরীমনি? পোস্টের মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন পরী।

এদিকে, পরীর সেই ছবি দেখে আবারও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্ত অনুরাগীরা। অনেকের মতে, এই এস সাদীর নাম ইঙ্গিত করে। সরাসরি স্বীকার না করলেও সাদীর সঙ্গেই প্রেমে জড়িয়েছেন পরী। এমনকী সেই পোস্টের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে এমন মন্তব্য। যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর।

ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমনি আর শেখ সাদী প্রেম করছে কিন্তু বাঙালির সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনের কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।’

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত