Homeপ্রবাসের খবরনিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে তারেক রহমান

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে তারেক রহমান


নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বর (৩০) পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১০ মার্চ) রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় নিহত অপূর্বর বাড়িতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশিক রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম উপস্থিত হন।

তাদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরবসহ স্থানীয় নেতারা।

পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে মোবাইল ফোনে নিহত অপূর্বর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফোনে তারেক রহমান বলেন, ‘আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য, এই ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’

তারেক রহমান আরও বলেন, ‘বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।’

এর আগে গত ৯ মার্চ রাত সাড়ে ১০ টায় ধর্ষণবিরোধী মিছিল শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় একদল দুর্বৃত্তের সঙ্গে তর্কের জেরে ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল কর্মী অপূর্ব। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে সম্রাট (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

নিহত অপূর্ব স্থানীয় বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে এবং তিন ভাইয়ের মধ্যে ছোট ছিলেন।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত