Homeপ্রবাসের খবরনিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি


নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সংঘটিত সব কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীসহ তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবে।

মার্চ ফর জাস্টিস কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হবে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত