Homeপ্রবাসের খবরনামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর


কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো। মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য। ‘বিগ টিকিট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪)। পেশায় তিনি একজন জাহাজ নির্মাণশ্রমিক।

৪৪ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ৩ বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি তিনি ও তার আরও ১৪ জন বন্ধু টিকিট কিনেছিলেন। সবাই মিলে ভাগ করে এই টিকিটটি কিনেছিলেন।

সোমবার (৩ মার্চ) আবুধাবিতে বিগ টিকিটের ড্র অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরের নম্বরটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি ছিলেন নামাজে। বারবার ফোন বেজে উঠছিল, কিন্তু তিনি কিছুই জানতেন না। এক বন্ধুর কাছ থেকে লটারি বিজয়ীর খবর পান, কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছিলেন তিনি। প্রথমে বিশ্বাস হয়নি। পরে বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে নিশ্চিত হলেন— এ স্বপ্ন নয়, সত্যি!

পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত জাহাঙ্গীর বলেন, নামাজের সময় সুসংবাদ এলো। আমি বিশ্বাস করি; এটা শুধু আমার জন্য নয়, আমাদের ১৪ জনের জন্য এক বিশেষ রহমত। পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এ অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা করবেন।

দীর্ঘদিন শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

উল্লেখ্য, ‘বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত