Homeপ্রবাসের খবরদুই বছরের জন্য কিট স্পন্সর পেলো বাফুফে

দুই বছরের জন্য কিট স্পন্সর পেলো বাফুফে


কিট স্পন্সর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বাফুফে। মঙ্গলবার বাফুফে ভবনে এই প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। দুই বছরের জন্য এই চুক্তিতে প্রতিষ্ঠানটি পুরুষ ও নারী জাতীয় এবং বয়সভিত্তক সব দলের ম্যাচ ও অনুশীলনের জার্সিসহ অন্যান্য কিটস সরবরাহ করবে।

চুক্তি দুই বছরের জন্য হলেও এক বছর পর পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি ফাহাদ করিম ও দৌড় প্রতিষ্ঠানের সিইও আবিদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই, ধৌতসহ সকল কিছু বিবেচনা করেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা দেশি প্রতিষ্ঠানকেও প্রোমোট করতে চাই।’

দেশে অনেক কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে জার্সি সরবরাহ করে। সেগুলোর মধ্যে থেকে দৌড়কে বাছাইয়ের কারণ হিসেবে বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করিনি।’

এ মাসেই নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে প্রীতি ম্যাচ খেলতে। এই সফর দিয়েই জাতীয় ফুটবল দলের সাথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এই কিট স্পন্সরের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত