ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৫ নম্বর থেকে ১৮৩ তম অবস্থানে উঠে এসেছে জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীরা।
র্যাঙ্কিংয়ের আর্জেন্টিনা ধরে রেখেছে শীর্ষস্থান। ব্রাজিল আছে আগের পাঁচ নম্বর অবস্থানেই। র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছে স্পেন। একধাপ নিচে তিন নম্বরে আছে ফ্রান্স। ইংল্যান্ডের অবস্থান চার নম্বরে। র্যাঙ্কিংয়ে ছয়. সাত, আট, নয় ও দশ নম্বরে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৫ নম্বরে।
এস এইচ/