Homeপ্রবাসের খবরদরজায় তালা দিয়ে সবাই ওয়াজ মাহফিলে, ঘরে পুড়ে অঙ্গার শিশু আইরিন

দরজায় তালা দিয়ে সবাই ওয়াজ মাহফিলে, ঘরে পুড়ে অঙ্গার শিশু আইরিন


কুড়িগ্রামের রাজারহাটে ঘরে তালাবদ্ধ অবস্থায় আগুনে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমের তল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পরিবারের সবাই শিশু আইরিনকে ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় ওই শিশুর মৃতু্য হয়। শিশুটি নাজিমখাঁন ডাংঘাট এলাকার আল-আমিন ও শিউলি দম্পতির মেয়ে। শিশুটিকে তার নানা ওই এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের বাড়িতে রেখে বাবা-মা ঢাকায় চাকরি করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কদমের তল এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এতে ঘরের চারটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন আক্তার ঘুমন্ত অবস্থায় মারা যায়।

রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত