Homeপ্রবাসের খবরট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার


যশোরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজেও এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বহিষ্কার হওয়া ওই ছাত্রদল নেতার নাম শাওন ইসলাম সবুজ। তিনি যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সবপর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না।

তিনি বলেন, ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিষ্কার থেকে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। বিশৃঙ্খলা করলে দলে তাদের জায়গা নেই।

এর আগে, যশোর শহরে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে শাওন ইসলাম সবুজকে আটক করে পুলিশ। শনিবার (১ মার্চ) রাতে শহরের দড়াটনা হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এ মামলায় শাওন বর্তমানে কারাগারে রয়েছেন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত