সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলা এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে এ পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে।
গাজীপুরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। মোটর সাইকেল, সিএনজিসহ সড়কে চলাচলকরা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে সেনা সদস্যরা। এছাড়া অপরাধীদের ধরতে সাদা পোশাকেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে Rab। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কয়েকজন ছাত্রকে আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে।
এমন খবরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। এতে আহত হন ৩০ জন।
এম এইচ/