Homeপ্রবাসের খবরকিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার – প্রবাস খবর

কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার – প্রবাস খবর


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (৪৫) ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

এ বিষয়ে কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, ‘গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেকে গুলিবিদ্ধসহ আহত হন। ওই ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. শফিকুল ইসলাম (৪৫) ও নাজমুল হুদা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।’

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত