Homeপ্রবাসের খবরকহি মিল গায়া সিনেমার ভিনগ্রহী ‘জাদু’ আসলে কে ছিলেন?

কহি মিল গায়া সিনেমার ভিনগ্রহী ‘জাদু’ আসলে কে ছিলেন?


পরিচালক রাকেশ রোশন ‘জাদু’ চরিত্র প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রথমদিকে কোনো কথা বলতেনই না। শোবিজপাড়ায় তাই গুঞ্জন ওঠে, ‘জাদু’ চরিত্রের দৃশ্য ধারণের জন্য কোনো বিশেষ রোবট তৈরি করেছিলেন পরিচালক।

তবে ধীরে ধীরে জানা যায়, নীল রঙের ভিনগ্রহীর চরিত্রে অভিনয় করেছেন রক্ত মাংসেরই কোনো মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, কহি মিল গায়া সিনেমায় ‘জাদু’ চরিত্রে অভিনয় করেন ইন্দ্রবদন নামে এক অভিনয়শিল্পী। উচ্চতায় ৩ ফুট হওয়ায় ইন্দ্রবদনকে নজরে পড়ে পরিচালকের।

তবে শুধু এ কারণেই কহি মিল গায়া সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি তিনি। জানা যায়, এ চরিত্রে অভিনয়ের জন্য তার মতো ৪০ জনের বেশি অংশ নিয়েছিলেন অডিশনের জন্য। তবে তাদের হারিয়ে সিনেমায় অভিনয়ের সুযোগ পান ইন্দ্রবদন।

কহি মিল গায়া সিনেমার নায়ক ঋতিক ও ‘জাদু’ চরিত্রে ইন্দ্রবদন। ছবি: সংগৃহীত

জানা যায়, চরিত্রের সঙ্গে মানানসই হতে কয়েক কেজি ওজন কমাতে হয় ইন্দ্রবদনকে। শুধু তাই নয়, ভারী পোশাক পরে শুটিং করায় প্রায়ই নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যেত তার।

অভিনয়শিল্পী ইন্দ্রবদন। ছবি: সংগৃহীত

ক্যারয়ারে ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন ইন্দ্রবদন। অভিনয়ের সুযোগ হয় হলিউডের ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ সিনেমায়।

তারপরও দর্শকের আড়ালেই থেকে গেছেন তিনি। ২০১৪ সালে হঠাৎই শারীরিক অসুস্থতায় না ফেরার দেশে পাড়ি জমান এ অভিনেতা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত