Homeপ্রবাসের খবরকলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ৭ জনই নারী

কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ৭ জনই নারী


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার, সহসভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।

নতুন কমিটির সভাপতি কনিকা আক্তার বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারেন। এছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকবো।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাদের দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জুলাই আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিলেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছেন। যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল। তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত