Homeপ্রবাসের খবরওয়েব ফিল্মের সেরা জনপ্রিয় পরিচালক রায়হান রাফী

ওয়েব ফিল্মের সেরা জনপ্রিয় পরিচালক রায়হান রাফী


দেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড তৃতীয়বারের মতো যৌথভাবে আয়োজন করেছে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’।

সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবার পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট- এই চার বিভাগে ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।

সেখানে ‘সেরা সিনেমা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’। আর বিঞ্জেরই ‘ফ্রাইডে’ নির্মাণ করে ওয়েব ফিল্মের সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন রায়হান রাফী। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। এতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তমা মির্জা, ফারজানা ছবি। তারা ছিলেন মা ও মেয়ের ভূমিকায়।

তিনি এই পুরস্কার জয়ে বেশ উচ্ছ্বসিত। আগামী বছরের ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এই নির্মাতার ‘ব্ল্যাক মানি’। তার আগে এই পুরস্কারকে তিনি দেখছেন প্রেরণা হিসেবে। রাফী বলেন, ‘প্রথমেই আমি দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডকে ধন্যবাদ দিতে চাই আমাকে পুরস্কারের জন্য যোগ্য মনে করায়। তারপর আমি ‘ফ্রাইডে’র প্রযোজনা প্রতিষ্ঠান বিঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের আগ্রহ ও একান্ত সহযোগিতার জন্যই আমি নিজের পছন্দের গল্প ও শিল্পীদের নিয়ে আদর্শ একটি কাজ করতে পেরেছি। ‘ফ্রাইডে’ টিমের সবাইকে অভিনন্দন। আমি মনে করি এই পুরস্কারটা আমার জন্য প্রেরণা। একটা আভাসও। কারণ শিগগিরই আরেকটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে আমার। আশা করছি সেটিও জনপ্রিয় হবে, দর্শক ও সমালোচকদের মন ভরাবে।’

দেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে

এদিকে রবি আজিয়াটা পিএলসির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জও রায়হান রাফীকে অভিনন্দন জানিয়েছে। প্রতিষ্ঠানটির হেড অব কনটেন্টস উম্মে খাইরুন ইসলাম বলেন, ‘রায়হান রাফীকে অভিবাদন। তিনি চমৎকারভাবে ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’ নির্মাণ করেছেন। এটি সত্য ঘটনা অবলম্বনে একটি কাজ। অনেক চ্যালেঞ্জ ছিলো। সেই চ্যালেঞ্জ তিনি জয় করেছেন। তাকে সেরা জনপ্রিয় পরিচালক হিসেবে পুরস্কৃত হতে দেখে আমাদের আনন্দ হচ্ছে। আমি মনে করি তার এই সাফল্য বিঞ্জের সাফল্য। আর এটি দেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য একটি বড় মাইলফলক।’

সেরা সিনেমা হিসেবে পুরস্কার জেতায় ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ – এর টিমকেও শুভেচ্ছা জানান বিঞ্জের এই কর্মকর্তা।

এবার ‌‌‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ আয়োজনে পপুলার বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘মহানগর ২’ সিরিজে অভিনয় করে জয়ী হয়েছেন মোশাররফ করিম। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন যৌথভাবে আজমেরী হক বাঁধন ও তাসনিয়া ফারিণ। শ্রেষ্ঠ নেগেটিভ অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত