Homeপ্রবাসের খবরএবার বাংলাদেশে আসছেন পাকিস্তানের গায়ক আলী আজমত

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানের গায়ক আলী আজমত


বাংলাদেশে পাকিস্তানি শিল্পীদের পরিবেশনাগুলোর জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশেও বেড়েছে জনপ্রিয়তা। আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খানসহ আরও কয়েকজন শিল্পী ও ব্যান্ড বাংলাদেশে কনসার্ট করে গেছেন।

তারই ধারাবাহিকতায় এবার কনসার্ট করতে আসছেন পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের বিখ্যাত ভোকাল আলী আজমত। আগামী ২ মে ঢাকায় একটি একক কনসার্টে বাংলাদেশি শ্রোতাদের জন্য গান শোনাবেন তিনি।

কনসার্টটি রাজধানীর ইউনাইটেড কনভেনশনে অনুষ্ঠিত হবে। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে এটি আয়োজন করবে অ্যাসেন বাজ। ২ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। তবে টিকিটের মূল্য কী হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। কনসার্টের বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কনসার্টে আলী আজমতের সঙ্গে দেশের কোনো শিল্পী পারফর্ম করবেন কি না সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি।

আলী আজমত এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে বাংলাদেশে দুবার পারফর্ম করে গেছেন। তবে এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন তিনি।

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানের গায়ক আলী আজমত

১৯৯১ সালে সুফি ঘরানার ব্যান্ড জুনুন যাত্রা করে। শুরু থেকেই এর সঙ্গে যুক্ত আছেন আলী আজমত। শুধু ব্যান্ডের গায়ক হিসেবে নয়, বলিউড সিনেমায় গান করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানের মাধ্যমে তার বলিউড যাত্রা শুরু হয়। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ এবং ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ গান দুটি তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হয়ে দাঁড়ায়।

অভিনয় করতেও দেখা গেছে সুদর্শন এই গায়ককে। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল পাকিস্তানের আলোচিত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তফা জাহিদের ‘মেলোডি আনলিশড’ কনসার্ট হওয়ার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে সেটি স্থগিত হয়েছে। এর নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত