Homeপ্রবাসের খবরআবুধাবিতে জাতীয় দিবস উদ্‌যাপন ও বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস

আবুধাবিতে জাতীয় দিবস উদ্‌যাপন ও বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস


আবুধাবিতে জাতীয় দিবস উদ্‌যাপন ও বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে অভিজাত তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই জমকালো আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের এস্টেট মিনিস্টার আহমদ আলী আব্দুল্লাহ সাঈদ।

আয়োজনে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ, সম্ভ্রমহারা নারী ও জুলাই বিপ্লবে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মাগফিরাত কামনা করেন। তিনি বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতাদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানগুলো তুলে ধরেন।

বর্ণাঢ্য এই আয়োজনে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপালসহ প্রায় ৩৪টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। দূতাবাস ও দুবাই কনসুলেটের কর্মকর্তা- কর্মচারী, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল, ব্যবসায়িক নেতারা বাংলাদেশ সমিতি, পেশাজীবী, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদারের নেতৃত্ব বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নেন। আগত বিদেশি অতিথি ও সব মেহমানের সম্মানে মুখরোচক বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানস্থলে বিভিন্ন কর্নারে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশাত্মবোধক গান ও বাংলাদেশি কন্যা পুস্পিতা কুন্ডু মিথির একক নৃত্য প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে সব মেহমানের হাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মূল্যবান বইসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমাম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত