আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা করবো বলে মন্তব্য করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ‘আওয়ামী লীগের পুনর্বাসন ষড়যন্ত্র, তাদের অপতৎপরতা ও আন্দোলনকারীদের গুপ্ত হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন।
বিন ইয়ামিন মোল্লা বলেন, এই গণঅভ্যুত্থান যারা করেছে তাদের বিপ্লবের স্পিরিটকে বুঝতে হবে। আজ নির্বাচন কমিশনের প্রধান বললেন, নির্বাচনে আওয়ামী লীগের আসার পথে কোনও বাধা নেই। তিনি কী ভুলে গেছেন এই নতুন বাংলাদেশ আনতে ছাত্র সমাজের রক্তদানের কথা? তার এই কথায় আমরা খুবই মর্মাহত। আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রথম প্রস্তাবনা হিসেবে দেখতে চাই যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আর নির্বাচনে অংশ নিতে পারবে না।
এসময় বিন ইয়ামিন কাউন্সিলরদেরও পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে তার প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। যারা আন্দোলনের পক্ষের হয়েও ভোটবিহীন নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছে তাদেরকেও আবার পরিশুদ্ধ হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে।
এসময় নেতাকর্মীরা বলেন, জীবন দিয়ে এ দেশকে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে। এদেশে ভারতের গোলামি, শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র আর চলবে না। যারা জীবনবাজি রেখে এ দেশকে নতুন করে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে কিলিং মিশনে নেমেছে স্বৈরাচারের দোসররা। তাদের এই অপতৎপরতা রুখতে সরকারের অবস্থান দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে।
‘এসময় একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’সহ নানা স্লোগান দেওয়া হয়।
সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন।
এ ইউ/