Homeপ্রবাসের খবর৮ বছরের নুরাজ কুরআনের হাফেজ হলেন ৮ মাস ২১ দিনে

৮ বছরের নুরাজ কুরআনের হাফেজ হলেন ৮ মাস ২১ দিনে


মাত্র ৮মাস ২১ দিনে হাফেজ হলেন হুমাইদ হাসান নুরাজ। তার বয়সও ৮ বছর। সে টাঙ্গাইলের কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের অত্যন্ত মেধাবী একজন ছাত্র। নুরাজের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফুল কুমরা এলাকায়। তার বাবা চাকরির সুবাদে টাঙ্গাইলের রেজিস্ট্রিপাড়ায় বসবাস করেন।

সাধারণত একজন ছাত্রের হাফেজ হতে সময় লাগে দুই বছর থেকে আড়াই বছর। নুরাজ সেখানে ৮ মাস ২১ দিন অর্থাৎ ২৬৫ দিনে হাফেজ পড়া শেষ করেছে।

নুরাজ এই অল্প সময়ে হাফেজ হওয়ার পিছনে রয়েছে পারিবারিক শিক্ষা ও পরিশ্রম এবং নুরাজের ইচ্ছা শক্তি। সে কখনো সময় নষ্ট করতো না। পড়তে বসলে প্রতিদিনের পড়া শেষ করে অতিরিক্ত আরও পড়া শেষ করতেন। পড়তে পড়তে কখন মধ্যরাত হয়ে যেত নুরাত তা কখনো খেয়াল করেনি।

নুরাজের মেধা দেখে মাদ্রাসা শিক্ষকরাও অবাক হতেন। তাকে সঠিকভাকে গড়ে তোলার জন্য আরও উৎসাহ দিয়ে যেতেন।

নুরাজের হিফজ শিক্ষক হাফেজ মো. শাহাদত হোসাইন তার ছাত্রের প্রশংসা করেন। এমন ছাত্রের দ্রুত হিফজ সম্পন্ন করায় তিনি খুশি ও আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন। : হুমাইদ হাসান নুরাজের মা উম্মে হাবিবাও তার পুত্রের এমন কীর্তিতে বেশ আনন্দিত।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত