Homeপ্রবাসের খবর৭ মাস পর কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর মরদেহ

৭ মাস পর কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর মরদেহ


জুলাই অভ্যুত্থানে নিহত হওয়ার ৭ মাস পর কবর থেকে তোলা হলো অভিনেত্রী তানজিন তিশার সহকারী আলামিনের মরদেহ। সোমবার (১০ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে আলামিনের মরদেহটি উত্তোলন করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

এ ঘটনার প্রায় চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

এর পরিপ্রেক্ষিতে ১০ মার্চ দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের বাবার সম্মতিতে মরদেহ উত্তোলন করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর মরদেহ তোলা হয়েছে শহীদ আলামিনের। মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত