Homeপ্রবাসের খবর৫ দিনেই বক্স অফিস কাঁপিয়ে ১০০ কোটির পথে যে সিনেমা

৫ দিনেই বক্স অফিস কাঁপিয়ে ১০০ কোটির পথে যে সিনেমা


তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ আবারও তার নামের রোশনাই দেখালেন। তার নতুন সিনেমা ‌‘সংক্রান্তিকি বাস্তুনাম’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করেছে ৯৩.৭৫ কোটি রুপি। খুব শিগগিরই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক কমেডি ধারার এই ছবিটি পরিচালনা করেছেন অনিল রবিপুরি। এ ছবির বাজেট ছিল ৫০ কোটি টাকা। বর্তমান আয় থেকে দেখা যাচ্ছে, এই সিনেমাটি এরই মধ্যে ৪৩.৭৫ কোটি টাকা লাভ করেছে। যা মোট বাজেটের ৮৭.৫ শতাংশ রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করেছে।

১৮ জানুয়ারি ছবিটি ১৭.২৫ কোটি রুপি আয় করেছে। এটি ছিল আগের দিনের ১৬ কোটি রুপির তুলনায় কিছুটা বেশি। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’ ৮৭.৫ শতাংশ লাভ করে ২০২৪ সালের সফল তেলেগু সিনেমাগুলোর লাভকেও ছাড়িয়ে গেছে।

তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ আবারও তার নামের রোশনাই দেখালেন। তার নতুন সিনেমা ‌‘সংক্রান্তিকি ভাস্তুনাম’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে

গেল বছর সবচেয়ে লাভজনক সিনেমাগুলোর মধ্যে শীর্ষে আছে ‘হনুমান’। এটি বাজেটের ২৩৫ শতাংশ লাভ ঘরে তুলেছে। এরপর ১৫১ শতাংশ লাভ করে তালিকায় দ্বিতীয় ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে থাকা ‘টিল্লু স্কয়ার’ ছবির আয় বাজেটের ১০৯.৭৫ শতাংশ।

কইমইডটকমের প্রতিবেদন বলছে, প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ছবিটির আয় ছিল প্রথম দিনে ২৩  কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ১৬ কোটি রুপি এবং পঞ্চম দিনে ১৭.২৫ কোটি রুপি। মোট ৯৩.৭৫ কোটি রুপি আয় করেছে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’।

ধারণা করা হচ্ছে চলতি বছরে সবচেয়ে সফল তেলেগু সিনেমা হিসেবে শীর্ষ স্থানে থাকবে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’। ভেঙ্কটেশ অভিনীত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, মীনাক্ষী চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত