Homeপ্রবাসের খবর৩৭ বলে সেঞ্চুরি অভিষেকের, শেষ টি-টোয়েন্টিতে ভারতের ২৪৭

৩৭ বলে সেঞ্চুরি অভিষেকের, শেষ টি-টোয়েন্টিতে ভারতের ২৪৭


৩-১ ব্যবধানে সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে ভারত। ওয়াংখেড়েতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কিন্তু অভিষেক শর্মা যেন কোনো নিয়মই মানতে চাইলেন না। বিধ্বংসী ব্যাটিংয়ে এই ম্যাচেও ছড়ালেন আলো।

৩৭ বলে সেঞ্চুরি হাঁকানো অভিষেক শেষ পর্যন্ত করলেন ৫৪ বলে ১৩৫! তার এই বিধ্বংসী ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪৭ রানের পাহাড়া গড়েছে ভারত। অর্থাৎ জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৪৮।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডের। অভিষেক শর্মা একাই যা তাণ্ডব দেখানোর, দেখিয়েছেন। ১৭ বলেই ফিফটি পূরণ করেন তিনি। তারপরের পঞ্চাশ করতে অবশ্য লেগেছে ২০ বল।

তবে বড় ইনিংস খেলার অভ্যাসটা ধরেই রেখেছেন অভিষেক। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রানে আউট হন তিনি। বিধ্বংসী ইনিংসে ৭টি চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকান এই বাঁহাতি।

এছাড়া তিলক ভার্মা ১৫ বলে ২৪, শিভাম দুবে ১৩ বলে করেন ৩০ রান।

ইংল্যান্ডের ব্রাইডন কার্সে ৩টি আর মার্ক উড নেন ২টি উইকেট।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত