বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানি তারকাদের। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ ভাইরাল হয়েছে পাকিস্তানি এক আর্টিস্টের ছবি। যেখানে তাকে দেখা যায় খোলা চুল পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন তিনি। বুবলিশ খানম নামের ওই এক্স অ্যাকাউন্টের আপত্তিকর সেই ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘লাইফ আপডেট’।
বিষয়টি একদমই ভালোভাবে নেননি নেটিজেনরা। যেখানে মুসলিমদের পবিত্র এই স্থানকে সন্মান জানান বিধর্মীরাও সেখানে মুসলিম হয়েও এমন উদ্ভট কান্ড হতবাক করেছে মুসলিম উম্মাহ সহ পুরো বিশ্বকে। তার এমন গর্হিত কর্মকাণ্ডের জেরে অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ওই তরুণীর পোস্ট করা সেই ছবির কমেন্ট বক্সে চলছে যেন কমেন্ট বন্যা। কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘আশা করি দ্রুত তোমাকে গ্রেপ্তার করা হবে।’ কায়েস নামে একজন লিখেছেন, ‘যতটা জানি এই পবিত্র স্থানে স্কার্ফ বাধ্যতামূলক। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কেন এখনও আটক করা হচ্ছে না ওকে।’
এসময় আরেকজন লিখেছেন, ‘এমনকি বিধর্মীরা পর্যন্ত আমাদের মসজিদে ঢুকতে গেলে সন্মান প্রদর্শন করে। সেখানে একজন তথাকথিত মুসলিম হয়ে স্বাধীনতার নামে এসব হচ্ছে কি?’ এদিকে ফারুক আহমেদ নামে একটি আইডি থেকে লিখেছেন, এতে পবিত্র স্থানের কিছুই হবে না,তবে তোমার এমন আচরণের জন্য অবশ্যই মৃত্যুদন্ড দেওয়া উচিত।’
প্রসঙ্গত, প্রায়শই সামাজিক মাধ্যমে অশালীনভাবে দেখা যায় এই পাকিস্তানি তরুণীকে। তবে মুসলিমদের পবিত্র কাবা ঘরে এমনভাবে নিজেকে উপস্থাপন করবেন তিনি তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি নেটিজেনরা। তাদের দাবি অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক এই নারীকে।
এম এইচ/