Homeপ্রবাসের খবরহাসপাতালে চাঁদাবাজির অভিযোগে ৪ সমন্বয়ক আটক – প্রবাস খবর

হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে ৪ সমন্বয়ক আটক – প্রবাস খবর


আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছিলেন। আটককৃতরা হলেন সংগঠনটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক এম এ বারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মিসকাতুল মিশু।

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, “তারা বিভিন্ন কর্মকর্তার কাছে অর্থ দাবি করছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।” অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা।

সূত্র: বার্তা বাজার

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত