Homeপ্রবাসের খবরহাসপাতালের টয়লেটের পাইপ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

হাসপাতালের টয়লেটের পাইপ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি কক্ষের টয়লেট পাইপের ভেতর থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি কক্ষের টয়লেটের পাইপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী বলেন, সকালে হাসপাতালের ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। হাসপাতালের ভেতর থেকে নাকি বহিরাগত কেউ ফেলে দিয়ে গেছে কিনা তা এখনো আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সাথে সাথেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নাঈমুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত