Homeপ্রবাসের খবরহান্নান মাসউদের ওপর হামলা, যা বললেন হাসনাত – প্রবাস খবর

হান্নান মাসউদের ওপর হামলা, যা বললেন হাসনাত – প্রবাস খবর


নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ফেসবুকে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও লিখেছেন, অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে।

এর আগে, সোমবার (২৪ মার্চ) ইফতারের পর নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে হান্নান মাসউদসহ এনসিপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম পরিদর্শন করে।

এদিকে, এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতারা হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এনসিপির নেতারা বলেন, আবদুল হান্নান মাসউদ জুলাই বিপ্লবের মহানায়ক। এ হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। তাই এ হামলা জাতি সহ্য করবে না।

এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সালেহ উদ্দিন সিফাত, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত