Homeপ্রবাসের খবরস্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর

স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর


স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করে। কিন্তু মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজানো অব্যাহত রাখেন। পরে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে।

এ বিষয়ে দেশ মাইক সার্ভিসের মালিক ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকায় আমার দোকান থেকে একটি মাইক সেট ভাড়া নেন। ওই মাইক মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যান। শুনেছি ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের নিষেধ অমান্য করে ভাষণ বাজানো অব্যাহত রাখলে লোকজন আমার মাইক সেট ভেঙে দিয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর জানা নেই। এ ধরণের কোনো ঘটনা ঘটেছে কি না খোঁজখবর নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত