‘ডেভিল’ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার ঢাকার মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারাই এটার টার্গেট।”
গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এক সভায় যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়।
শনিবার রাতেই শুরু হয় এ বিশেষ অভিযান।
প্রথম রাতে গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।
এ ইউ/