Homeপ্রবাসের খবরসৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


সৌদি আরবে এক সপ্তাহ অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। গত ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ অভিযান চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের অভিযানে ১৭ হাজার ৮৯৬ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১০ হাজার ৮৭৪ জন অভিবাসন আইন, ৪ হাজার ১২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮৯৯ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন।

অপরদিকে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছেন ৯৩৭ জন। যার মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ার এবং দুই শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া অভিযানে অবৈধভাবে সৌদি থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টাকালে ৪৮ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়ার কারণে আরও সাতজন আটক হয়েছেন।

দেশটির একটি সরকারি সূত্র জানিয়েছে, বর্তমানে আইন ভঙ্গের কারণে আটক প্রবাসীর সংখ্যা ৫৬ হাজার ৬৮৬ জনে পৌঁছেছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও হুঁশিয়ারি দিয়েছে, যারা অবৈধভাবে সৌদিতে অভিবাসী আনবেন এবং আশ্রয় দেবেন বা অন্য কোনো উপায়ে সহায়তা করবেন; তাদের ১৫ বছরের বেশি কারাদণ্ড এবং এক মিলিয়ন রিয়াল জরিমানা করা হবে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয়ের জন্য যে বাড়ি ও যানবাহন ব্যবহার করা হবে সেগুলো জব্দ করা হবে।

সূত্র : সৌদি গেজেট
এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত