Homeপ্রবাসের খবরসৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু


ইতালিতে পবিত্র রোজা পালন শুরু করেছেন মুসলমানরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সৌদির সঙ্গে মিল রেখে দেশটির প্রবাসীরা তারাবির নামাজ পড়েন।

ইউরোপের দেশগুলোতে থাকা মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা শুরু করেন। প্রবাসী বাংলাদেশিরাও এ রীতি পালন করেন।

ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মসজিদে তারাবি নামাজ আদায় করেন। এ সময় বাংলাদেশি কমিউনিটিতে মিলনমেলার অনুভূতি তৈরি হয়। এদিকে ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিরা অনেকেই বলছেন, দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান মাস ফিরে এসেছে। তারা অনেক খুশি প্রবাসের মাটিতে মাহে রমজান পালন করতে পেরে, সারা বিশ্বে মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সওগাত নিয়ে ফিরে এসেছে মাসটি। এ মাসে আল্লাহর ইবাদতে যথাসাধ্য মশগুল থাকার চেষ্টা করবেন প্রবাসীরা।

ইতালিতে বৈধভাবে প্রায় আড়াই লাখের বেশি বাংলাদেশির বসবাস। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও উৎসব পালনের জন্য ইতালিতে বাংলাদেশিদের বিভিন্ন বাংলা কমিউনিটি গড়ে উঠেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত