Homeপ্রবাসের খবরসোদির বন্দিদশা থেকে এক যুগ পর সন্তানদের বুকে ফিরবেন মা

সোদির বন্দিদশা থেকে এক যুগ পর সন্তানদের বুকে ফিরবেন মা


১৩ বছর পর সন্তানদের বুকে ফিরবেন মা: মালেকা খাতুন দেশে ফিরছেন আগামীকাল।

১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। মায়ের স্পর্শের স্বপ্নে বুক বেঁধে বসে থাকা সন্তানদের অপেক্ষা শেষ হতে চলেছে আগামীকাল। সৌদি আরবে গৃহকর্মী মালেকা খাতুন, যিনি নিজের সন্তানদের ভবিষ্যৎ আর একটু সুখের আশায় পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, অবশেষে ফিরছেন দেশের মাটিতে।

কুষ্টিয়ার মালেকা খাতুন ১৩ বছর আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন। কিন্তু নিয়োগকর্তার দায়িত্বহীনতার কারণে তিনি আটকে পড়েন বিদেশের মাটিতে। সন্তানদের জীবনে এক এক করে কেটে যায় দীর্ঘ ১৩টি বছর। মাকে ফিরিয়ে আনার জন্য সন্তানেরা একের পর এক দপ্তরে ধর্না দিলেও কোনো সাড়া মেলেনি। এদিকে মালেকা খাতুনও দেশে ফেরার জন্য লড়াই চালিয়ে গেছেন, কিন্তু চেষ্টা বারবার বিফল হয়েছে।

অবশেষে প্রবাসীদের গল্প নিয়ে কাজ করা সাইফুল রাজিব ভাই এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নিরলস প্রচেষ্টায় মা-সন্তানের বিচ্ছেদের গল্পটা পাচ্ছে একটি সুখবরের পরিণতি। আগামীকাল শনিবার সকাল ৮:২৫ মিনিটে ইউএস-বাংলা (BS-0362) বিমানে করে দেশে ফিরছেন মালেকা খাতুন।

১৩ বছরের লম্বা অপেক্ষার পর সন্তানরা ছুটে আসছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, মাকে বুকে জড়িয়ে ধরার জন্য। মায়ের স্পর্শ আর আদরের জন্য প্রতিটি দিন অপেক্ষায় থাকা সন্তানদের চোখে এখন আনন্দাশ্রুর ঝিলিক। বিমানবন্দরের মাটি সাক্ষী হবে এক অভূতপূর্ব মহামিলনের—একটি মায়ের এবং তার সন্তানের।

মালেকার এই ফিরে আসা শুধুমাত্র একটি পরিবারের মিলন নয়; এটি অসংখ্য প্রবাসী মায়ের এবং সন্তানদের জন্য একটি নতুন আশার আলো। এটি প্রমাণ করে, চেষ্টায় আর মানবতার সহযোগিতায় বড় থেকে বড় বাধাও জয় করা সম্ভব।

সন্তানদের জন্য মা আবার দেশে ফিরছেন, আর মায়ের স্পর্শের স্বপ্নে সন্তানেরা আগামীর একটি নতুন ভোর দেখতে চলেছে। ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার গল্প শেষে, কাল ভোরে এই গল্পটি পরিণত হবে এক জীবন্ত আনন্দময় বাস্তবতায়।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত