Homeপ্রবাসের খবরসৈয়দপুরে ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সৈয়দপুরে ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রাকিবুল ইসলাম ওরফে রবি মিয়া (৩৩)।

সোমবার (২৪ মার্চ) দুপুরে তার নিজ বাড়ি থেকে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রবি মিয়া সৈয়দপুর শহরের রসুলপুর এলএসডি গোডাউন এলাকার মৃত শাহ আলম ও নুরজাহান দম্পত্তির ছেলে। তার বিরুদ্ধে ২০০৭ সালে মাদক মামলা দায়ের হয়। এ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আকতার হোসেন বলেন, রবি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ২০০৭ সালে মাদকসহ আটক হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবি। কিন্তু জামিনে বের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

ওসি আরও বলেন, এরপর তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা হয়। এর প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি হয়। কিন্তু এতদিন তিনি ব্রুনাইতে পালিয়ে গিয়ে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। দুপুরে তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত