Homeপ্রবাসের খবরসীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না


সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরণের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না বলে জানানো হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সভায় উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান হতে বিরত রাখতে কাজ করার ব্যাপারে দুই বাহিনী ঐক্যমত হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সভায় সীমান্তে সংক্রান্ত যেকোন সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করার সিদ্ধান্ত হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম।

এসময় আরও উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত