Homeপ্রবাসের খবরসাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার – প্রবাস খবর

সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার – প্রবাস খবর


জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।

জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পরে গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীরকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পান জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম একসময় শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত