Homeপ্রবাসের খবরসাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্টে ভাঙচুর-অগ্নিসংযোগ

সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্টে ভাঙচুর-অগ্নিসংযোগ


কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতির ভাতিজা ও যুবলীগ নেতা শরীফ কামালের রিসোর্ট ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয় জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের ‘হাওর রিসোর্টে’ এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান, অ্যাডভোকেট শরীফ কামালের ‘হাওর রিসোর্টে’ ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয়রা।

মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান, অ্যাডভোকেট শরীফ কামালের ‘হাওর রিসোর্টে’ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।

বেলা ১টার দিকে মিঠামইন বাজার থেকে এক দল মানুষ লাঠিসোঁটা নিয়ে কামালপুর ‘হাওর রিসোর্টে’ গিয়ে রিসোর্টের গেট ভেঙে ভীতরে প্রবেশ করে, ভাঙচুর করে পরে আগুন লাগিয়ে দেয়।

এ ছাড়াও গত বৃহস্পতিবার রাতে মিঠামইন বাজারে উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, ‘রিসোর্টে আগুন এবং ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত