Homeপ্রবাসের খবরসাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান


দুই পরিবারে সমতা বজায় রাখার চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না ঢালিউড কিং শাকিব খান। তাই দুই পক্ষের সন্তানদের নিয়ে মার্চ মাসজুড়ে উদযাপনে মাতলেন অভিনেতা। গত মাসে তার জন্মদিন, ছোট ছেলে বীরের জন্মদিন; সেই সঙ্গে ঈদ। আবার ঈদে সিনেমা ‘বরবাদ’ মুক্তি। সব কিছু মিলিয়ে অভিনেতার ছুটির মেজাজে। তিন দিনই পালা করে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী, যা দেখে অনুরাগীদের দাবি— ব্যক্তিজীবনেও ভারসাম্য রাখতে শিখে গেছেন শাকিব খান।

গত ২৮ মার্চ অভিনেতার জন্মদিন ছিল। শাকিবের ঘুম ভেঙেছে অনুরাগী, সহ-অভিনেতা, কাছের মানুষের শুভেচ্ছাবার্তায়। সবাইকে পেছনে ফেলে দিয়েছে দুই সন্তান। আব্রাম ও বীর— দুজনেই বাবাকে দুই রকমের কেক উপহার দিয়েছিল। রেড ভেলভেট কেক বড় ছেলের পছন্দ। কেকের ওপর সুন্দর করে লেখা— ‘হ্যাপি বার্থডে মাই কিং পাপা’। বাবার প্রতি ভালোবাসা শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। একটি ক্যানভাসে নিজের হাতে বাবাকে নিয়ে কিছু কথাও লিখে এনেছিল আব্রাম। সঙ্গে ছোট্ট হাতের আঁকিবুঁকি। স্বাভাবিকভাবেই দেখে খুশির জোয়ার শাকিবের মনে। বড় ছেলের সঙ্গে হাসিমুখে কেক কাটতে দেখা গেছে তাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে অভিনেত্রী অপু বিশ্বাস শেয়ার নেন। বিবরণীতে লিখেছেন—সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এক অন্য রকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন। শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন।

একই দিনে কেক এনেছিল ছোট ছেলে বীরও। বাবা রুপালি পর্দার তারকা। তাই বীরের পছন্দ তারার আদলে বানানো সাদা-নীল রঙের কেক। তাকেও কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। কেকের ওপর বীরের লেখা— ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’ বিশেষ এ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে বুবলী লিখেছেন—পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে। মনে হয় যেন এসকে মাস!

প্রসঙ্গত, ২৩ মার্চ ছিল বীরের জন্মদিন। এ দিন ছেলেকে নিয়ে গাড়ির আদলে তৈরি কেক কেটেছিলেন শাকিব খান। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছিলেন—বাবা-ছেলের ভালোবাসা কোনো বাধা মানে না।

এদিকে দুই অভিনেত্রীও তাদের সাবেক স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যেমন বুবলীর দাবি— শাকিব বাংলা ছবির মহারাজা। তেমনি অপু বিশ্বাসের চোখে— অভিনেতার তুলনা শাহরুখ খান। এ ছাড়া ঈদের দিনেও সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিবকে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত