Homeপ্রবাসের খবরসর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া


বলিউডে জনপ্রিয়তার শীর্ষ পেরিয়ে হলিউডে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিচরণ করেছেন অভিনয়সহ গানের জগতেও। এবার বলিউডে আবারও আলো ছড়াবেন নতুন ইতিহাস গড়ে। রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

রাজামৌলির সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। 

প্রিয়াঙ্কার শুরুটা হয়েছিল বিশ্বসুন্দরীর খেতাব পেয়ে। তারপরই বলিউড প্রাঙ্গনে পা রাখেন। বর্তমানে ব্যস্ত হলিউডের সিনেমা-সিরিজ নিয়ে। বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি দীর্ঘ সময়।

বিরতি ভেঙে ঠিক বীরের বেশে প্রবেশ করছেন প্রিয়াঙ্কা। রেকর্ড সংখ্যক পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করবেন জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির সিনেমায়।

ইন্ডিয়া টুডে বলছে, ‘আরআরআর’ সিনেমার-এর অসাধারণ সাফল্যের পর এস এস রাজামৌলি নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘এসএসএম ২৯’। আগেই শোনা গিয়েছিলো, বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। কিন্তু অভিনেত্রী বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়ে বসেন। প্রথমে রাজমৌলি রাজি না হলেও শেষপর্যন্ত সাবেক এই বিশ্বসুন্দরীর কাছে হার মেনেছেন।

রাজামৌলির পরবর্তী এই সিনেমার বাজেট ১০০০ কোটি রুপিরও বেশি। যেখানে প্রিয়াঙ্কা একাই নিচ্ছেন ৩০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।

দীপিকা পাড়ুকোন, যিনি ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন সিনেমা প্রতি, তাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা। এই সিনেমায় প্রিয়াঙ্কা দক্ষিণি তারকা মহেশ বাবুর সঙ্গে অভিনয় করবেন।

রাজামৌলি নির্মিত এই সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো  হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও  কেনিয়ার বিভিন্ন লোকেশনে।  

জানা যায়, ‘বাহুবলী’র মতো এই সিনেমাটিও রাজমৌলি দু’টি পর্বে আনতে চলেছেন। সিনেমার প্রথম পর্ব ২০২৭ সালে এবং দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে। এরইমধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং।    





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত