সরকারের প্রত্যেকটি দপ্তরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল দপ্তরে দ্রুততম সময়ে ই-ফাইলিং চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, এর ফলে সরকারের সব কাজ দ্রুততার সঙ্গে সম্পাদনের পাশাপাশি দুর্নীতি দমন করা সহজ হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে প্রকল্পসহ সরকারের সব কাজ মূল্যায়ন করা হবে।
এস এইচ/