Homeপ্রবাসের খবর`সবার আগে বাংলাদেশ` এ পারফর্ম না করার কারণ জানালো আর্টসেল

`সবার আগে বাংলাদেশ` এ পারফর্ম না করার কারণ জানালো আর্টসেল


মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ এ পারফর্ম করতে পারেনি আর্টসেল ব্যান্ড। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে এর কারণ জানিয়েছেন ব্যান্ড দলের সদস্যরা।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতেই আর্টসেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই কনসার্টে উপস্থিত ছিলেন তারা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে উল্লেখিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হয় কনসার্টটি। আর এ কারণেই সেই মঞ্চে আর গান গাওয়া হয়নি আর্টসেলের।

সময়ের পাঠকদের জন্য আর্টসেলের সেই ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

‘কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা। যার কারণে আর্টসেল নির্ধারিত সময়ে শো তে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি।

আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে। সবশেষে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট এ সঙ্গীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

উল্লেখ্য, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। বিজয়ের এ দিনটি উদযাপনে তাই শুধু রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর  ‘সবার আগে বাংলাদেশ’ নয়, বিভিন্ন স্থানে কনসার্টসহ আয়োজন ছিল নানা অনুষ্ঠানের।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত