Homeপ্রবাসের খবরসবকিছু ভুলে হলিউড ছাড়তে চান অ্যাঞ্জেলিনা জোলি!

সবকিছু ভুলে হলিউড ছাড়তে চান অ্যাঞ্জেলিনা জোলি!


দীর্ঘদিন ধরে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাস করছেন। ব্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ স্মৃতি, বিবাদ, তিক্ত বিবাহবিচ্ছেদ-সবকিছুই ভুলে থাকার জন্য চিরতরে স্থানটি ত্যাগ করতে চান এই অভিনেত্রী। 

শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, আমেরিকাও ত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

অন্য কোনো দেশে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছেন। সেটা হতে পারে ইউরোপি কিংবা কম্বোডিয়া। কিন্তু চাইলেও সেটা পারছেন না। কারণ, সন্তানেরা লস অ্যাঞ্জেলেস ত্যাগ করতে রাজি নন। বহু চেষ্টার পরেও সেটি হচ্ছে না। 

সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অ্যাঞ্জেলিনা জোলির হলিউড থেকে পালানোর পরিকল্পনা সন্তানদের কারণেই ভেঙে পড়ছে। কারণ, তার সন্তানরা- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ এবং যমজ সন্তান নক্স এবং ভিভিয়েন লস অ্যাঞ্জেলের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাদের বন্ধুবান্ধব, ক্যারিয়ার এবং তাদের নিজস্ব স্বপ্ন-সবকিছুই এই লস অ্যাঞ্জেলেসকে ঘিরে, যা অ্যাঞ্জেলিনা জোলিকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

জোলির ঘনিষ্ঠ সূত্র এ প্রসঙ্গে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে সব সুযোগ ত্যাগ করে বিদেশে বসবাস করার ধারণাটি তাদের (জোলি ও তার সন্তান) কাছে আকর্ষণীয় নয়। বরং এটি তাদের মধ্যে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

অন্যদিকে ভিভিয়েন প্রযোজনা ‘দ্য আউটসাইডার্স’র সঙ্গে যুক্ত হয়েছেন। স্বভাবতই জোলি একটি কঠিন পরিস্থিতিতে আছেন। সন্তানদের ক্যারিয়ার নষ্ট করে কোথাও স্থায়ীভাবে চলে যাওয়াটা তার জন্য এখন খুবই কষ্টের, এবং তিনি যেতেও চান না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত