Homeপ্রবাসের খবরসংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু – প্রবাস খবর

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু – প্রবাস খবর


সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ তাদের মতামত তুলে ধরতে পারবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশন (জনসংযোগ কর্মকর্তা) ও জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক মো. সাব্বির মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আজ মঙ্গলবার থেকে চালু হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা http://crc.legislativediv.gov.bd।

সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন জানিয়ে সাব্বির মাহমুদ আরও বলেন, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত প্রদানের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত