Homeপ্রবাসের খবরশেষ মুহূর্তে ২ মিনিটের চমক, ডার্বিতে সিটিকে হারালো ম্যানইউ

শেষ মুহূর্তে ২ মিনিটের চমক, ডার্বিতে সিটিকে হারালো ম্যানইউ


প্রথমার্ধে ক্রোয়েশিয়ান তারকা জসকো জিভার্ডিওলের গোলে এগিয়ে গিয়েছিলো ম্যানচেস্টার সিটি। এই গোলটি ধরে রেখেই ম্যাচকে টেনে নিয়ে গিয়েছিলো ৮৮তম মিনিট পর্যন্ত। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে একটি জয়ের অপেক্ষায় শেষ প্রহরটা গুনছিল ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যানসিটি সমর্থকরা। আর কয়েক মিনিট পরই শেষ বাঁশি বাজাবেন রেফারি।

কিন্তু ৮৮তম মিনিটে ভুলটা করে বসে ম্যানসিটির ম্যাথিউস নুনেজ। নিজেদের বক্সের মধ্যে ফাউল করে বসেন ম্যানইউ তারকা আমাদ দিয়ালিওকে। স্বভাবিকভাবেই পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ স্পট কিকটা জড়িয়ে দিলেন ম্যানসিটির জালে। ১-১ গোলে সমতায় চলে আসে ম্যাচ।

২ মিনিট পর আসল খেলাটা দেখিয়ে দিলেন আমাদ দিয়ালিও। পুরো ইত্তিহাদ স্টেডিয়ামকে স্তব্ধ করে দিলেন তিনি। আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে খুবই কঠিন অ্যাঙ্গেল থেকে শট নেন আমাদ দিয়ালিও। সেটিই গিয়ে জড়িয়ে যায় ম্যানসিটির জালে। ২-১ গোলে এগিয়ে যায় ম্যানইউ। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো রুবেন আমোরিমের শিষ্যরা।

আরও একটি ম্যাচ হারলো ম্যানচেস্টার সিটি। সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটি। বাকিগুলোর মধ্যে অধিকাংশেই হার। অর্থ্যাৎ হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না পেপ গার্দিওলার শিষ্যরা।

অন্যদিকে টানা তৃতীয় হারের মুখে দাঁড়িয়েছিলো রুবেন আমোরিমের ম্যানইউ। বিশেষ করে ৩৬তম মিনিটে জিভার্ডিওলের গোলে ম্যানসিটি এগিয়ে যাওয়ার পর আরও একটি হারের শঙ্কা দেখা দিয়েছিলো; কিন্তু শেষ দুই মিনিটের নাটকীয়তায় জিতলো ম্যানইউ।

এই হারের কারণে ম্যানসিটি ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নেমে গেলো ৫ নস্বরে। ম্যনইউর পয়েন্ট ২২। তারা রয়েছে ১২তম স্থানে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত