চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষার্থীদের তোপের মুখে পূর্ব বরৈয়া টি এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন পদত্যাগ করেছেন।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদে বিক্ষোভ মিছিল করেন পূর্ব বরৈয়া টি এম সি উচ্চ বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, প্রধানশিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে ইসলামধর্ম নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। যার কারণে তার পদত্যাগের দাবিতে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় এবং কয়েক দফায় মানববন্ধন করা হয়।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে বুধবার পূর্ব বরৈয়া টি এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজনকে উপজেলায় ডাকা হয়। এ সময় শিক্ষার্থীরা এসে তদন্ত ছাড়াই অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবি জানায়। পরে অভিযুক্ত শিক্ষক পদত্যাগ করেন।
এস এইচ/