Homeপ্রবাসের খবরশাহরুখের ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত, শুটিং কবে

শাহরুখের ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত, শুটিং কবে


বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে টানা ফ্লপ সিনেমার পর স্বরূপে ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। রূপালি পর্দায় কিং খানের কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল অন্ধকার প্রেক্ষাগৃহ। সেই থেকেই শুরু হয়েছে অপেক্ষার প্রহর গোনা, কবে আসছে বলিউডের এ সুপার স্টারেরর ‘পাঠান ২’?

সব প্রতীক্ষার প্রহর শেষে জানা গেছে, চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা। ভারতীয় একটি বিনোদন ওয়েবসাইটের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

সূত্রটি জানাচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য নিয়ে আদিত্য চোপড়া কাজ করছিলেন। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে। অনেকেই প্রশ্ন তুলছেন- কেন এত দেরি? সূত্রটি থেকে জানা গেছে, সিকুয়েলটিকে শুধুই একটি সিকুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তার লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা।

প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম সিনেমার কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় সিনেমার গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন সিনেমাটি নিয়ে। তিনি চান, প্রথম সিনেমাটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখে গিয়েছেন এসআরকের সঙ্গে। শাহরুখ নাকি সিনেমার চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত।

কিন্তু চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও এখনো ঠিক হয়নি সিনেমা পরিচালনা কে করবেন। ‘পাঠান’র পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই সিনেমার শুটিং শুরু হবে। তাহলে ‘পাঠান ২’সিনেমায় কে হবেন নির্মাতা? আপাতত দুটি নাম সামনে রয়েছে।

তাদের একজন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ সিনেমাটি নাকি তিনি বানিয়েছেন। অন্যজন খোদ আদিত্য। তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে।

২০২৫ সালের আগস্টে মুক্তি যাচ্ছে ‘ওয়ার ২’। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। অতিথি শিল্পীর ভূমিকায় শাহরুখকে দেখতে যে দর্শকরা উদগ্রীব থাকবেন তা বলাই যায়। তবে আসল অপেক্ষা থাকবে ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে। ‘রোমান্সের রাজা’ খ্যাত বাদশা নিজেকে অ্যাকশন হিরো হিসেবে ক্রমেই প্রতিষ্ঠা করে যাচ্ছেন। আসছে সিনেমা দুটির সাফল্য সেই ইমেজকেই আরও বাড়িয়ে দেবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত